জুম'আর দিন

সুন্নাহ

() জুমুআর নামাযের উদ্দেশ্যে ভালভাবে গোসল করা।

() উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা।

() আতর লাগানো

() ওয়াক্ত হওয়ার সাথে সাথে (আযানের অপেক্ষা না করে) মসজিদে যাওয়া।

() পায়ে হেঁটে মসজিদে যাওয়া।

() ইমাম সাহেবের নিকটে বসা। অর্থাৎ, যতদূর সম্ভব সামনের কাতারে বসা।

() মনোযোগ সহকারে খুতবা শুনা।

() খুতবার সময় কোন কথা না বলা ও কোন কাজ না করা।

- সহীহ ইবনে খুযাইমাহ হাদীস নং- ১৭৫৮, নাসায়ী, হাদীস নং- ১৩৮৪, তিরমিযী, হাদীস নং- ৪৯৬, আবু দাউদ, হাদীস নং- ৩৪৫

() সূরায়ে কাহফ তিলাওয়াত করা।

(১০) সালাতুত তাসবীহ পড়া।

(১১) দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দুআ করা এবং সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে যিকির ও দু'আয় লিপ্ত থাকা। এই দুই সময় দোয়া কবুল হয়।

- আবু দাউদ, হাদীস নং- ৩৪৭, আবু দাউদ, হাদীস নং- ১২৯১, মুস্তাদরাক, হাদীস নং- ৩৩৯২, ৮৬৮১

(১২) জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া বিশেষ করে পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাযের পর নিজ স্থানে বসেই নিচের দরূদ শরীফটি ৮০ বার পাঠ করা। اللهم صل على محمدن النبي الأمي وعلى اله وسلم تسليما

বিস্তারিত