কেরাত

সুন্নাহ

() আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া।

- ইবনে মাজাহ ৮০৮, দারা কুতনী ১২৫৬, তিরমিজি ২৪৮-২৪৯, সহীহ মুসলিম ৪১৫

() প্রতি রাকাতের শুরুতে বিসমিল্লাহ পূর্ণ পড়া।

- নাসায়ী ৯০৫

() সূরা ফাতিহা শেষে নিম্নস্বরে আমীন বলা।

- দারাকুতুনী ১৫৬, তিরমিযী ২৪৮-২৪৯, সহিহ মুসলিম ৪১৫

() ফজর ও যোহর নামাজে তিওয়ালে মুফাসসাল অর্থাৎ সুরা হুজুরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত সুরাসমুহের মধ্য হতে কোনো সুরা এবং আসর ও ইশার নামাযে আওসাতে মুফাসসাল অর্থাৎ সুরা ত্বরিক থেকে সুরা লামিয়াকুন পর্যন্ত সুরাসমুহের মধ্য থেকে কোনো সুরা এবং মাগরিবের ক্বিসারে মুফাসসাল অর্থাৎ সুরা যুলযিলাত থেকে সুরা নাস পর্যন্ত সুরাসমুহের মধ্য হতে কোনো সুরা পড়া।

- নাসায়ী ৯৮৩

() ফজরের প্রথম রাকাত দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ করা।

() কিরাত অত্যন্ত তাড়াতাড়ি বা একেবারে ধীরে না পড়া; বরং মধ্যম গতিতে পড়া।

- মুসলিম ৭৩৩, সুরা মুযযাম্মিল ৪

() ফরয নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পরা।

- বুখারি ৭৯০