✧
বিবাহ
সুন্নাহ
(১) মাসনূন বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি, গান-বাদ্য, ভিডিও-অডিও মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মোহরানার শর্ত থাকবে না।
- তাবরানী আউসাত, হাদীস নং- ৩৬১২
(২) সৎ ও খোদাভীরু পাত্র-পাত্রীর সন্ধান করে বিবাহের পয়গাম পাঠানো। কোন বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে, দেখে নেয়া মুস্তাহাব। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত, তা সুন্নাতের পরিপন্থী ও পরিত্যাজ্য।
- ইমদাদুল ফাতাওয়া, ৪ : ২০০, বুখারী হাদীস নং- ৫০৯০
(৩) শাওয়াল মাসে এবং জুমুআর দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা। উল্লেখ্য, সকল মাসের যে কোন দিন বিবাহ করা জায়েয আছে।
- মুসলিম, হাদীস নং- ১৪২৩, বাইহাকী, হাদীস নং- ১৪৬৯৯
(৪) বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে আকদ অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বণ্টন করা।
- বুখারী, হাদীস নং- ৫১৪৭
(৫) সামর্থ্যানুযায়ী মোহর ধার্য করা।
- আবু দাউদ, হাদীস নং- ২১০৬
(৬) বাসর রাতে স্ত্রীর কপালের উপরের চুল হাতে নিয়ে এই দুআ পড়াঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْر مَا جَبَلْتَ عَلَيْهِ . وَأعُوذُ بِكَ مِنْ شَرهَا وَشَرَ مَا جَبَلْتَ عَلَيْهِ .
- আবু দাউদ, হাদীস নং- ২১৬০
(৭) স্ত্রীর সঙ্গে প্রথমে অন্তরঙ্গতা সৃষ্টি করবে, তারপর যখনই সহবাস-এর ইচ্ছা হয়, তখন প্রথমে নিম্নোক্ত দুআ পড়ে নেবেঃ بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
- মুসলিম, হাদীস নং-১৪৩৪
বিস্তারিত