নখ কাটা

সুন্নাহ

() সপ্তাহে একবার নখ কাটা।

- শরহুস সুন্নাহ, হাদীস নং- ৩০৯০

() শুক্রবার জুম'আর নামাযে যাওয়ার পূর্বে নখ কাটা।

- শরহুস সুন্নাহ, হাদীস নং- ৩০৯১

() উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর নখ কাটা।

- ফাতাওয়ায়ে শামী ৬ : ৪০৬, ফাতাওয়ায়ে আলমগীরী ৫: ৩৫৮

() ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।

- ফাতাওয়ায়ে শামী ৬ : ৪০৬