(১) চোখের হিফাজত করা। অর্থাৎ অপাত্রে দৃষ্টি না দেওয়া, খেল-তামাশার প্রতিও দৃষ্টি না দেওয়া।
(২) জবানের হিফাজত করা। মিথ্যা, চোগলখুরী, বাজে কথা, গীবত, শেকায়াত ইত্যাদি থেকে জিহ্বাকে হিফাজত করা।
(৩) কানের হিফাজত করা; ঐসব অনর্থক বস্তু থেকে যা মুখে উচ্চারণ করা বৈধ নয়। রাসূল সা. বলেন, "গিবতকারী ও শ্রোতা উভয়ই পাপের মধ্যে শামিল।"
(৪) অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেরও হেফাজত করা। যেমন হাতকে নিষিদ্ধ বস্তু স্পর্শ করা থেকে। পাকে অবৈধ স্থানে গমন করা থেকে। পেটকে সন্দেহজনক জিনিস খাওয়া থেকে হেফাজত করা।
(৫) ইফতারের সময় হালাল মাল দ্বারা হলেও উদরপূর্ণ করে না খাওয়া।