মুসলিম বাংলা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
অন্যান্য
ডোনেশন
ডাউনলোড
✧
পান করা
সুন্নাহ
(১)
পানির পেয়ালা ডান হাত দিয়ে ধরা।
- মুসলিম ৫২৬৫
(২)
বসে পান করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা।
- মুসলিম ৫২৭৪
(৩)
বিসমিল্লাহ বলে পান করা এবং পান শেষে আলহামদুলিল্লাহ বলা।
- তিরমিজি ১৯৯৪
(৪)
কমপক্ষে ৩ শ্বাসে পান করা। এবং শ্বাস ছাড়ার সময় পানির পাত্র মুখ হতে সরিয়ে নেওয়া।
- বুখারি ৫৬৩০, ৩১
(৫)
পাত্রের ভাঙ্গা দিক দিয়ে পান না করা।
- আবু দাউদ ৩৭২২
(৬)
পাত্র যদি এমন হয় যার ভেতর নজর আসে না সেটার মুখে মুখ লাগিয়ে পান না করা। কারণ তাতে কোন বিষাক্ত প্রাণী ক্ষতিসাধন করতে পারে।
- বুখারী ৫৬২৬
(৭)
পানীয় দ্রব্য পান করে কাউকে দিতে হলে ডানদিকের ব্যক্তিকে আগে দেওয়া এবং এই ধারাবাহিকতা অনুযায়ী শেষ করা।
- বুখারী ৫৬১৯
(৮)
যে ব্যক্তি পান করাবে তার সর্বশেষ পান করা।
- মুসলিম ১৫৬২