মুসলিম বাংলা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
অন্যান্য
ডোনেশন
ডাউনলোড
✧
গোসল
সুন্নাহ
(১)
ফরজ গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা।
- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ১০২০
(২)
শুরুতে بسم الله الرحمن الرحيم পড়া।
- মুসনাদে আহমাদ ১২৬৯২
(৩)
পৃথকভাবে উভয় হাত কব্জি সহ ধোয়া।
- বুখারী ২৪৮
(৪)
শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকি লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেওয়া।
- মুসলিম ৩২১
(৫)
নাপাকি লেগে থাকলে বা না লেগে থাকলে সব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা। এরপর উপরে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া।
- বুখারী ২৪৯
(৬)
সুন্নত তরিকায় পূর্ণ অজু করা। তবে গোসলের স্থানে পানি জমা থাকলে গোসল শেষ করে পা ধৌত করবে।
- বুখারী ২৬০
(৭)
প্রথমে মাথায় পানি ঢালা।
- বুখারী ২৫৬
(৮)
এরপর ডান কাঁধে।
- বুখারী ২৫৪
(৯)
এরপর বাম কাঁধে
- বুখারী ২৫৪
(১০)
অতঃপর অবশিষ্ট শরীর ভিজানো।
- বুখারী ২৭৪
(১১)
সমস্ত শরীর এমন ভাবে তিনবার পানি পৌঁছানো যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে।
- আবু দাউদ ২৪৯
(১২)
সমস্ত শরীর হাত দ্বারা ঘষে মেজে ধৌত করা।
- তিরমিজি ১০৬