টয়লেট / ইস্তিঞ্জা

সুন্নাহ

() মাথা ঢেকে রাখা।

- বাইহাকি ৪৫৬

() জুতা সেন্ডেল পরিধান করে যাওয়া।

- বাইহাকি ৪৫৬

() পায়খানায় প্রবেশের পূর্বে এই দোয়া পড়া: بسم الله اللهم اني اعوذ بك من الخبث والخبائث

- মুসান্নাফে ইবনে আবী শাইবা ৫

() দোয়া পড়ার পর আগে বাম পা ঢুকানো।

- আবু দাউদ ৩২

() কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা।

- বুখারী ১৪৪

() যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং বসা অবস্থায় পেশাব ও পায়খানা করা। দাঁড়িয়ে পেশাব না করা।

- তিরমিজি ১৪

() পেশাব ও নাপাক পানির ছিটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা।

- বুখারী ২১৮

() পানি খরচ করার পূর্বে ঢিলা কুলুপ বা টয়লেট পেপার ব্যবহার করা।

- বাইহাকি ৫১৭

() ঢিলা ও পানির খরচ করার সময় বাম হাত ব্যবহার করা।

- বুখারী ১৫৪

(১০) পেশাবের ফোটা আসা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা।

- ইবনে মাজাহ ৩২৬

(১১) যেখানে পেশাবও পায়খানার জন্য নির্ধারিত কোন জায়গা নেই সেখানে এমন ভাবে বসা যেন সতর নজরে না পড়ে।

- আবু দাউদ ২

(১২) পেশাবের জন্য নরম বা এমন স্থান তালাশ করা যেখান থেকে পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে না লাগে।

- আবু দাউদ ৩

(১৩) ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা।

- সহীহ ইবনে খুজাইমা ৮৩

(১৪) ডান পা দিয়ে বের হওয়া।

- আবু দাউদ ৩২

(১৫) বসে পেশাব করবে; দাঁড়িয়ে পেশাব করবে না।

- তিরমিজি ১২

(১৬) বাইরে এসে এই দোয়া পড়া: غفرانك الحمد لله الذي اذهب عني الاذى وعافا ني

- আবু দাউদ ৩০, ইবনে মাজা ৩০১