বিস্তারিত

সুন্নাহ

অতঃপর এই দুআ পড়াঃ اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ اٰتِ مُحَمَّدَنِ الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدَنِ الَّذِيْ وَعَدْتَّهٗ. اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ

- বুখারী, হাদীস নং-৬১৪, ৪৭১৯, বাইহাকী হাদীস নং-১৯৩৩

বিস্তারিতঃ

আযানের তাকবীরসমূহ বিশেষত দ্বিতীয় তাকবীর এক আলিফ-এর চেয়ে বেশি লম্বা করা সহীহ নয় এবং আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি করা অর্থাৎ ইচ্ছা পূর্বক আওয়াজ উঁচু-নীচু করা মারাত্মক অন্যায়। (বুখারী, হাদীস নং-৬০৯, দারাকুতনী, হাদীস নং- ৯০৬, আদ দুররুল মুখতার, ১ : ৩৮৭)