✧
বিস্তারিত
সুন্নাহ
আযানের জওয়াব দেয়া।
- বুখারী, হাদীস নং-৬১১,৬১৩, মুসলিম হাদীস নং-৩৮৫
বিস্তারিতঃ
মুআযযিনের আযানের বাক্য উচ্চারণের ফাঁকে ফাঁকে শ্রোতাগণের হুবহু আযানের শব্দগুলোই বলা। তবে হাইয়া আলাসসালাহ এবং হাইয়া আলাল ফালাহ্ বলার পর জওয়াবে লা হাউলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ্ বলা। আর ফজরের আযানে আসসালাতু খইরুম মিনান নাউম এর জওয়াবে সদাক্বতা ওয়া বারারতা বলা।