✧
বিস্তারিত
সুন্নাহ
যথাসম্ভব তাড়াতাড়ি মৃত ব্যক্তিকে গোসল, কাফন ও জানাযার নামায সম্পন্ন করে নিকটস্থ গোরস্থানে দাফনের ব্যবস্থা করা। দাফনের জন্য বিনা অপারগতায় দূরের গোরস্থানে বা এক শহর থেকে অন্য শহরে নেয়া মাকরূহ।
- আবু দাউদ, হাদীস নং- ৩১৮, ৩১৬৫
বিস্তারিতঃ
জানাযার পরে দাফনের পূর্বে হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করা নিষেধ এবং জানাযার পর থেকে মুর্দার চেহারা দেখানো নিষেধ। (আহসানুল ফাতাওয়া, ৪; ২১৯/, ইমদাদুল মুফতীন, ৪৪৪ দারুল উলূম, ৫: ৩০৫)