বিস্তারিত
মসজিদে ইতিকাফ করা। বিশেষত শেষ দশ দিন।
- আবু দাউদ ২৪৬৩
বিস্তারিতঃ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَلَمْ يَعْتَكِفْ عَامًا فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ اعْتَكَفَ عِشْرِينَ لَيْلَةً .
মূসা ইবনে ইসমাঈল ..... উবাই ইবনে কা‘ব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) রমযান মাসের শেষ দশক ই‘তিকাফ করতেন। কিন্তু বিশেষ কারণে তিনি এক বছর ই‘তিকাফ করতে সক্ষম হননি। এরপর পরবর্তী বছর এলে তিনি বিশ দিন ই‘তিকাফ করেন।
কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ)
হাদিস নং: ২৪৫৫ আন্তর্জাতিক নং: ২৪৬৩
তাহকীকঃ বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
বর্ণনাকারীঃ উবাই ইবনু কা‘ব (রাঃ)(মৃত্যুঃ ৩০ হিজরী)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/16802