আপনার জিজ্ঞাসা/মাসায়েল

মাসায়েল অনুসন্ধানের ফলাফল

মিনা” শব্দ দিয়ে ১০০ টি মাসায়েল পাওয়া গেছে

সকল মাসায়েল একত্রে দেখুন

১১১১

 

বছর আমি আমার স্ত্রী হজ্ব করেছি। হজ্বের সময় ১০ যিলহজ্ব মীনা থেকে কংকর নিক্ষেপ করে এসে ক্লান্ত থাকায় দিন তাওয়াফে যিয়ারত করিনি। ইচ্ছা ছিল পরের দিন আমরা তাওয়াফ করব। কিন্তু সেদিন রাতেই আমার স্ত্রীর স্রাব শুরু হয়ে যায়। প্রতিমাসের ন্যায় আট দিন তার স্রাব চলে। তার স্রাবের সময় শেষ হওয়ার পূর্বেই আমরা মদীনায় চলে যাই। মদীনায় অবস্থান করার পর ফ্লাইট বিড়ম্বনার কারণে মক্কায় এসে মাত্র চারদিন অবস্থান করি। সময় আমার স্ত্রী পবিত্র ছিল। তাই সে তাওয়াফে যিয়ারত করে নেয়। এরপর আর কোনো তাওয়াফ করিনি। দেশে আসার পর একজন আলেম বললেন, আপনার স্ত্রীর দম দিতে হবে।

প্রশ্ন হল, আমার স্ত্রীর হজ্ব হয়েছে কি না? এবং তার উপর দম ওয়াজিব হয়েছে কি না? যদি দম ওয়াজিব হয়ে থাকে তাহলে এখন আমাদের কী করণীয়?

 


 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৮ আগস্ট, ২০২১
৭০৪৬
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বিষয়:- ফ্লাক্সি লোড দিয়ে ইনকাম করা প্রসঙ্গে। "ক" ফ্লেক্সিলোডের ব্যবসা করে। কম্পানি তার লাভের জন্য মাঝেমাঝে তাকে অফার দেয়। যেমন ১০০০ মিনিটটের বান্ডেল অফার টির মূল্য ৬০৪ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করে দেয়। "ক" বিষয়টি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে "খ" কে জানাই। "খ" বিষয়টি "গ" কে জানাই, কিন্তু সে মূল্য নির্ধারণ করে তিনশত ষাট টাকা। "গ" অফারটি নিতে সম্মত হলে "খ" "গ" এর নাম্বারটি "ক" কে প্রদান করে। "ক" "গ" এর নাম্বারে বান্ডেল অফারটি প্রদান করে। এরপর "খ" "গ" এর নিকট থেকে ৩৬০ টাকা বুঝে নেয় এবং "ক" কে ৩৫০ টাকা প্রদান করে। উল্লেখ্য যে "খ" কর্তৃক বর্ধিত মূল্য অফার বিক্রি করার ব্যাপারে "ক" এর সম্মতি রয়েছে। প্রশ্ন হল তাদের এই কার্যক্রম টি বৈধ হয়েছে কিনা?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
২XFC+৩F২
২৩৫৫

ক) এ বিভাগের মাধ্যমে আমরা জেনেছি, খতম তারাবীহর বিনিময়ে টাকা দেয়া-নেয়া নাজায়েয। কোনো কোনো মসজিদে এশার নামায ও বিতর নামায আদায় করার শর্ত রেখে হাফেয সাহেবগণকে টাকা দেওয়া হয় এবং এ পদ্ধতিকে জায়েয মনে করা হয়। প্রশ্ন হচ্ছে, এভাবে হাদিয়া/টাকা দেওয়া জায়েয হবে কি? আর যে সমস্ত মসজিদে সূরা তারাবীহ হয় সে সমস্ত মসজিদেও তারাবীর হাদিয়া স্বরূপ টাকা পয়সা কালেকশন করা এবং টাকা দেওয়া হলে তা কি জায়েয হবে?

খ) মসজিদে ঘড়ি থাকলে এবং সময়সূচিতে জামাতের সময় নির্ধারিত থাকলে ঐ সময় অনুযায়ী নামায না পড়িয়ে ইমাম ২/৩ মিনিট দেরিতে নামায শুরু করার অথবা ইমামের জন্য ২/৫ মিনিট অপেক্ষা করার সুযোগ কি শরীয়তে আছে? একজন ইমাম সাহেব বলেছেন, ইমামের জন্য ৩/৫ মিনিট অপেক্ষা করার নিয়ম রয়েছে। কথাটি কি ঠিক?

 

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৯ অক্টোবর, ২০২০