আপনার জিজ্ঞাসা/মাসায়েল

মাসায়েল অনুসন্ধানের ফলাফল

রমী” শব্দ দিয়ে ১০০ টি মাসায়েল পাওয়া গেছে

সকল মাসায়েল একত্রে দেখুন

৪৮৭

আমার পিতা একজন ব্যবসায়ী। প্রতি বছর তার যাকাতবর্ষ পূর্ণ হয় শাওয়ালের ৫ তারিখ। আর এ মাসেই তিনি যাকাত আদায় করে দেন। এ বছর রমযানে তার ব্যবসায় উল্লেখযোগ্য টাকা লাভ হয়েছে । তিনি বলেছেন, এ বছর রমযানে যে টাকা লাভ হয়েছে তার যাকাত আগামী রমযানে আদায় করব। আমি আব্বুকে বললাম, নিয়ম তো এ বছরই সব টাকার যাকাত আদায় করে দেওয়া। তিনি বলেন, রমযানের টাকার উপর তো বছর অতিবাহিত হয়নি, তাহলে তার উপর কেন যাকাত আসবে?

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আমার আব্বুর রমযানে যে টাকা অর্জিত হয়েছে, সেগুলোর যাকাত কি এ বছরই শাওয়ালে অন্যান্য সম্পদের সাথে আদায় করতে হবে? নাকি আগামী রমযানে যখন তার উপর বছর অতিবাহিত হবে? যদি এ বছরই তার উপর যাকাত ফরয হয় তাহলে সম্পদের উপর বছর অতিবাহিত হওয়ার অর্থ কী? দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
৮ অক্টোবর, ২০২০
১১৮০৪
আসসালামুয়ালাইকা ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। প্রত্যাশা করি আল্লহর রহমতে ভালো আছেন, উস্তাদ। উস্তাদ, একজন রমাদনের শেষ দশ রাতের প্রতি রাতে আলাদা করে সাদাকা করতে চান। তার সামর্থ্য কম থাকার কারনে শেষ দশ রাতের প্রতি রাতে ১০০ টাকা করে সাদাকা করতে চাইলেন। এখন উনি কি এই প্রতি রাতের টাকা প্রতি রাতে একটা বাক্সে রেখে দিতে পারবেন এবং টাকা গুলো একত্র করে চাঁদ রাতে ওনার কোন গরিব আত্নিয় কে দিয়ে দিতে পারবেন? এমনটা করলে কি প্রতি রাতে সাদাকা করার সাওয়াব পাওয়া যাবে? জাযাক আল্লহু খয়ির উস্তাদ। আল্লহ আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন এবং সফলতা দিন। আমিন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২১
Dhaka 1216