আপনার জিজ্ঞাসা/মাসায়েল

মাসায়েল অনুসন্ধানের ফলাফল

মিনা” শব্দ দিয়ে ১০০ টি মাসায়েল পাওয়া গেছে

সকল মাসায়েল একত্রে দেখুন

৬১

আমি একদিন ফজরের নামায পড়তে পারি নাই। সূর্য উদয় হলে পড়ে নিব ভাবছিলাম। কিন্তু আমার মনে ছিল না। তারপর যোহরের নামায পড়ার পর আমি ফজরের কাযা নামায আদায় করি। এখন কি আমার যোহরের ফরয নামায বাতিল হয়ে যাবে?

বিশেষ দ্রষ্টব্য : আমি মালা-বুদ্দা মিনহু কিতাবে সালাতের অধ্যায়ে পেয়েছি যে, কোনো ব্যক্তির এক ওয়াক্ত নামায তার জিম্মা থেকে ছুটে গেল পরবর্তী ওয়াক্তের পরে তা কাযা আদায় করলে পূর্ববর্তী নামাযের ফরযিয়াত বাতিল হয়ে যাবে। (মালা-বুদ্দা মিনহু, সালাত অধ্যায়)

অতএব, হুজুরের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত বিষয়ের ব্যাখ্যাটি মাসিক আলকাউসারেপ্রকাশ করলে চিরকৃতজ্ঞ থাকব।

পুনশ্চ : আমার অনেক ওয়াক্তের নামায কাযা আছে।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৩ অক্টোবর, ২০২০
৪১২৭
আস্সালামু আ,লইকুম ওয় রহ্ মাতুল্লাহি ওয়াবারাকাতুহু ....... জাযাকাল্লাহ খাইর । ১. কোরআন এ্যাপ থেকে পড়লে যেই সাওয়াব কোরআন শরীফ থেকে পড়লে কি একই সাওয়াব ??? ২. ওজু করে আগুনের রান্না করা খাবার খেলে কি ওজুর কোন সমস্যা হয় বা আবার ওজু করতে হবে ??? , ৩. সকাল বেলা কোরআন শরীফ পাঠের সময়, কোরআন শরীফের কোন সূরা পাঠ করা বেশি বরকতময় ??? ৪. সুবাহানাল্লি ওয়া বিহামদিহি ওয়া সুবাহানাল্লাহিল আ,উযীম এর অর্থ কী ??? ৫. কাদের নাম শুনলে রহমাতুল্লি আ,লাইহি এবং কাদের নাম শুনলে রাহিমাহুল্লাহ বলতে হয় ??? ৬. একটি দোয়া নিয়ে আমার একটু সমস্যা , আল্লাহুম্মা ইন্নিআসআলুকাল জান্নাতা ওয়া আ,উযুবিকা মিনান্নার নাকি আল্লাহুম্মা ইন্নিআসআলুকাল জান্নাতা ওয়া না,উযুবিকা মিনান্নার ??? ৭. চিরাতল্লাজিনা আনআ,মতা আ,লাইহিম এর অর্থ কী ??? ৮. আসলে আরবি শেখা নিয়ে আমি এই নিয়ে ২-৩ বার প্রশ্ন করেছি কিন্তু আশানুরূপ উত্তর পাইনি , আসলে আমি জানতে চাচ্ছি আমাকে সম্ভব হলে এরকম একটা বইয়ের নাম বলুন যাতে আমি কারোর তত্বাবধানে বাড়িতে থেকে আরবি অর্থ সহ ইনশাআল্লাহ শিখতে পারি । ৯. গাইরিল মাগধুবি আ,লাইহিম ওয়ালাদ্দল্লিন এর অর্থ কি ???
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ জানুয়ারী, ২০২১
ঢাকা
৮৬২৮
আমাদের এখানে একদিন একজন বেপর্দা মহিলা দুইটা সাপ নিয়ে আসছিল। আর সবাই কে বোকা বানিয়ে প্রায় ৩০০ টাকা আয় করসে। আমি সেখানে সিলাম শেই মুহুর্তে একজন সাপের কাছে এসে ছিল ভাগ্য পরিক্ষা করতে সে পারেনি কারন তার কাছে টাকা ছিলনা। আমি তখন তাকে বললাম এসব করে শুধু শুধু টাকা নষ্ট কইরেন না। তখন অই সাপুরে আমাকে বলে উঠল অই ছেরা! তুই জানস বড় বড় এম্পি মিনিস্টার আমার কাসে আহে। আমার সাপ হেগোর বিপদ দূর কইরা দেয়। আমার মনে এইগুলার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আবার দেখলাম সে বিসমিল্লাহ বলে এসব করতাসে। এখন প্রশ্ন হলঃ ১, আমার মনে এইগুলার প্রতি কোনো বিশ্বাস ছিল না। আমার কি গুনাহ হবে। ২, এগুলোকে ইসলামে কি বলে? ৩, যারা এগুলো বিশ্বাস করেছে তারা কি কুফরি করেছে
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৬ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা