আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুমঅনেক মানুষ, ফরজ নামাজের পর ডান হাত মাথায় দিয়ে দোয়া পরে। এটা কতটুকু শরীয়ত সম্মত।

২১ আগস্ট, ২০২১
Dhaka, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


و عَلَيْــــــــــــــــــــكُمْ السلام ورحمة الله



হ্যাঁ, এটা শরীয়ত সম্মত আমল।
হাদীসে ফরজ নামাজের পর ডান হাত মাথায় রাখার বর্ণনা পাওয়া যায়। যেমন-

كان إذا صلى مسح بيده اليمنى على رأسه ويقول: بسم الله الذي لا إله غيره الرحمن الرحيم، اللهم أذهب عني الهم والحزن”

হযরত আনাস থেকে বর্ণিত। তিনি যখন নামায পড়তেন, তখন ডান হাত মাথায় রাখতেন ও বলতেন “বিসমিল্লাহিল্লাজী লা ইলাহা গাইরুহু। আররাহমানুর রাহীমু, আল্লাহুম্মা আজহিব আন্নীল হাম্মা ওয়ালহুজনা। {কানযুল উম্মাল, হাদীস নং-১৭৯১৫}

এ আমলকে জরুরী বা সুন্নত মনে করার কোন প্রয়োজন নেই। বরং যেহেতু হাদীসে এসেছে, তাই আমল করা। এর জন্য বিশেষ ফযীলতও হাদীস দ্বারা প্রমাণিত নয়। বাকি বুজুর্গানে দ্বীন এর উপর আমল করেছেন। বিশেষ ফযীলত বলা ছাড়াই। আবার এটিকে জরুরী বা সুন্নত বলা ব্যতিতই। সেই সাথে এটিকে বিদআতও বলা যাবে না। যেহেতু হাদীস পাওয়া যায়। তাই এ বিষয়ে বাড়াবাড়ি করা কিছুতেই কাম্য নয়।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন