আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অমুসলিমদের জন্য দোয়া করা

প্রশ্নঃ ৭৮৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অমুসলিমদের জন্য দোয়া করা কি হারাম!!তাদের জন্য কি শুধু শুধুমাত্র হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে.. সব সময় শুনে এসেছি মোনাজাত নামাজের পরে পড়তে হয় কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখছি বা শুনছি যে নামাজের মাঝখানে এবং নামাযের শেষ বৈঠকে মোনাজাত করা যায় আল্লাহর কাছে যাওয়া যায়.এর কতটুকু বৈধতা আছে??? নামাজ রত অবস্থায় কোন নামাজি ব্যক্তির সামনে কোন বস্তু দেওয়া থাকলে ওই বস্তু কি পার হয়ে সামনে যাওয়া বা এখানে কোন কাজ করা কি উচিত??

১৭ নভেম্বর, ২০২৪
Basherhat - Bura Dighi

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


অমুসলিমদের জন্য করা দোয়া কয়েক প্রকার হতে পারে:–

১। অমুসলিমরা যাতে ইসলাম গ্রহণ করে, হেদায়েতপ্রাপ্ত হয় এ ধরনের দোয়া করা।

এ ধরনে দোয়া করা জায়েজ এবং উত্তম। রসূল (সা.) এ ধরনের দোয়া করেছেন

হাদিস শরিফে এসেছে,

ইবনে উমর (রা.) থেকে সাব্যস্ত হয়েছে যে, রাসূল (সা.) বলেছেন:

‘হে আল্লাহ্‌! এই দুই জন লোকের মধ্যে যে ব্যক্তি আপনার কাছে অধিক প্রিয় তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন: আবু জেহেল কিংবা উমর বিন খাত্তাব।’ [সুনানে তিরমিযি; হাদিস: ৩৬৮১, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন]

২। অমুসলিমদের জন্য গুনাহের ক্ষমা প্রার্থণা করা কিংবা এ-জাতীয় কোন দোয়া করা।

আলেমগণের ইজমার ভিত্তিতে এটি হারাম।

ইমাম নববী বলেন: ‘পক্ষান্তরে, কাফেরের জন্য রহমত প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা এটি কুরআনের দলিল ও ইজমার ভিত্তিতে হারাম।’ [আল-মাজমু ৫/১২০]
আল্লাহ তাআলা বলেন-

مَا كَانَ لِلنَّبِیِّ وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْۢ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ

“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)

বিঃদ্রঃ একাধিক প্রশ্ন না করি, বাকি গুলো আলাদাভাবে প্রশ্ন করুন। ধন্যবাদ।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন