প্রশ্নঃ ৭৮১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন নয় শুধু একটু পরামর্শ আমার বয়স 22 বছর আমি একজন ছাত্র। পড়ালেখার পাশাপাশি একটা মসজিদে খেদমত করি মুয়াজ্জিন হিসাবে।আমি সাত হাজার টাকা হাদিয়া পাই।আমার দুই বছরের বড় একজন ভাই আছে, প্রবাসে থাকে, সে এখনো বিয়ে করেনি।আমি মনে করি আমার বিয়ে করা দরকার।কারণ আমি মনে করি যৌন চাহিদার সমস্যার কারণে,আমার অনেক গোনাহ হয়।এখন আমি কি কি করতে পারি।মেহেরবানি করে আমাকে আপনি উত্তম উপদেশ দিন।এবং বড় ভাই এ-র আমার বিয়ে করা ঠিক হবে কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
প্রত্যেকের প্রয়োজন নিজের কাছে। আপনার যখন পেটে ক্ষুধা লাগে তখন আপনি খেতে যান। আপনি যখন প্রাকৃতিক চাপ অনুভব করেন তখন আপনি চাপমুক্ত হতে টয়লেটে যান। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন সুস্থতার আশায় আল্লাহর কাছে দোয়া করেন এবং ডাক্তারের কাছে যান।
এমনই একটি বিষয় হল ; বিবাহ শাদী। যা আপনার দ্বীনি ও দুনিয়াবী প্রয়োজন। এই প্রয়োজন পূরণ না করে গুনাহে লিপ্ত হওয়া, সামাজিকতার চিন্তা করা, কতটুকু সঠিক?
যদি এ মুহূর্তে আপনার বিবাহ করা সম্ভব না হয়, তাহলে সবর করুন। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখুন। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখুন। দৃষ্টির হেফাজত করুন।
আর যদি বিবাহ করা সম্ভব হয়, উপযুক্ত পাত্রীর ব্যবস্থা হয়ে যায়, তাহলে শরীয়তের শর্ত মেনে পারিবারিকভাবে বিবাহ করে নিন।
বিবাহ করলে আল্লাহ তায়ালা অভাবমুক্ত করে দিবেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এমনই ওয়াদা দিয়েছেন-
وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ
তোমাদের মধ্যে যারা ‘আয়্যিম’ তাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ্ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন; আল্লাহ্ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
—আন নূর - ৩২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন