আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গর্ভকালীণ সহবাস

প্রশ্নঃ ৬৭৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় কতদিন পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবো,আর গর্ভবতী অবস্থায় কোন সময় থেকে স্ত্রী সহবাস করতে পারবো না ?

২২ জুলাই, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


স্ত্রী গর্ভবতী অবস্থায় শরীয়তের পক্ষ থেকে সহবাসে নিষিদ্ধতা নেই।
অবশ্য খেয়াল রাখতে হবে, চাপ লেগে যেন স্ত্রী কষ্ট না পায়। গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয়। স্ত্রী শারীরিক-মানসিক প্রস্তুত থাকলে খুব আলতো ভাবে মায়া মমতার সাথে সহবাস করতে পারবেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ألا وَاسْتَوصُوا بالنِّساءِ خَيْراً، فَإِنَّمَا هُنَّ عَوَانٍ عِنْدَكُمْ

শোন, তোমরা স্ত্রীদের কল্যাণের ওয়াসীয়ত গ্রহণ কর। কেননা তারা তো তোমাদের কাছে (বিবাহের বন্ধনে) আবদ্ধ । জামে' তিরমিযী হাদীস নং: ১১৬৩আন্তর্জাতিক নং: ১১৬৩ https://muslimbangla.com/hadith/30801

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন