আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬২৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নতুন বিয়ে করেছি৷বিয়ের বয়স তিন মাস হয়৷আমার বউয়ের পেটে বাচ্চা এসেছে মে মাসে৷আমি চাচ্ছি আর ও পরে নেওয়ার জণ্য৷আমার আরথিক অবছতা খুব খারাপ৷আর আমি কিছু দিন পর নিতে চাচ্ছি৷আর আমার বউ এখনি নিতে চাচ্ছে ৷ইসলামিক হিসেবে এখন আমার কী করনিও৷দয়া করে উওর টা দিবেন৷অনেক উপকিত হব৷

২৬ মে, ২০২১
নারায়নগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته

নতুন বিবাহের পর স্বামী-স্ত্রীর ভালোবাসার পাগলপারা অবস্থায় এই ধরনের মানসিকতা অনেকেরই হয়ে থাকে। অথচ এই ভালবাসার পূর্ণতা হলো সন্তান হওয়ার পরে। নিজেদের প্রবৃত্তি ও কামবৃত্তি প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ, নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করার অধিকার আপনাকে দেয়া হয়নি। এখন মনে করছেন সন্তান পরে হলে ভালো হতো। (আল্লাহ মাফ করুক) এমনও তো হতে পারে, স্ত্রীর ভালোবাসায় তাড়িত হয়ে সন্তানকে হত্যা করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে নিয়ে গেলে তখন কী করবেন? অথবা ভবিষ্যতে আর কোনদিন সন্তানের মুখ দেখলেন না, তখন কী অবস্থা হবে?
তাই আল্লাহ তা'আলার দেয়া অনুগ্রহকে মনের আনন্দের সাথে গ্রহণ করে নিন। দেখবেন দাম্পত্য জীবনের সুখ-শান্তি ও মজা-আনন্দ সন্তান দুনিয়াতে আসার পরে বাস্তবিক অর্থে আরম্ভ হবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন