আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬১৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু ওয়ালাইকুম হজরতআমার ২ টি স্বপ্নের ব্যাখ্যা দিলে খুব উপকারিতা হতো ১,আমি দেকলাম যে আমাদের এলাকায় একটি পরিচিত জায়গাই ভীষণ আগুন লেগেছে এবং আগুনের ভেতর আমার দাদু আটকে গিয়েছে এবং আকাশ থেকে আগুন এর ফুলকি বা পাথরের মতো আগুন বৃষ্টির মতো ঝরে পড়ছে আমাদের পরিবার এর কিছু সদস্য দের ওপর ।২, আমি এই রমজান মাসে ৩ বার এর মতো স্বপ্নে কোরআন পড়তে দেখেছি নিজেকে।

২২ মে, ২০২১
West Bengal ৭১২৬১৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




১. আপনার দাদু বেঁচে থাকলে এর ব্যাখ্যা হলো: হয়তো তিনি কোন পাপাচারে লিপ্ত আছেন, অথবা পূর্বে কোন পাপ করেছেন। যার কারণে আপনাদের পরিবারের অনেকের উপরেই বিভিন্ন মুসিবত আসছে। এ থেকে তিনি যেন তওবা করে নেন। সকলেই মুক্তি পেয়ে যাবেন।
আপনার দাদু যদি ইতিপূর্বে ইন্তেকাল করে থাকেন, তবে তার ব্যাখ্যা হলো: তিনি পরজগতে ভালো অবস্থায় নেই। যেকোন পর্যায়ে আযাব হচ্ছে। আপনারা সকলে মিলে তার জন্য ইসালে সওয়াব করুন। সাদাকায়ে জারিয়াহ এর ব্যবস্থা করে অথবা গরীব মিসকিনদেরকে খাওয়ানোর মাধ্যমে। এ ছাড়া কারো পাওনা থাকলে সেই পাওনা পরিশোধ করে দিন। এভাবে তাকে আজাব মুক্ত করার জন্য আপনারা চেষ্টা করুন এবং সকলে মিলে তার জন্য দোয়া ও ইস্তিগফার করুন।


২. সম্ভবত এই রমাদানে আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করেছেন। সেটি আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে।
আর যদি তিলাওয়াত না করে থাকেন, তাহলে তিলাওয়াত করার জন্য আপনাকে উৎসাহী করা হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর