প্রশ্নঃ ৬০৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি যদি দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে এর উসীলায় দুআ করি যে আল্লাহ আমাকে নবিজিকে স্বপ্নে দেখিয়ে দেও তাহলে কি কোনো গুনাহ হবে? মানে আমি শুনছিলাম নেক কাজের উসিলা দিয়ে দুআ করা যায় এক্ষেত্রে কি নেক কাজের সওয়াব আখিরাতে পাওয়া যাবে??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা যাবে। এর অর্থ এই নয়, আখিরাতে এর সওয়াব থেকে বঞ্চিত হবে।
আল্লাহ তাআলা কৃপণ নন। আল্লাহ তাআলা অভাবীও নন। তিনি দুনিয়াতে কোন নেক আমলের বরকত দিলে আখেরাতে তার সওয়াব থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর ঘোষণাটি শুনুন।
قَالُوۡۤا ءَاِنَّکَ لَاَنۡتَ یُوۡسُفُ ؕ قَالَ اَنَا یُوۡسُفُ وَہٰذَاۤ اَخِیۡ ۫ قَدۡ مَنَّ اللّٰہُ عَلَیۡنَا ؕ اِنَّہٗ مَنۡ یَّـتَّقِ وَیَصۡبِرۡ فَاِنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ
এরা বলল, ‘তবে কি তুমিই ইউসুফ?’ সে বলল, ‘আমিই ইউসুফ এবং এই আমার সহোদর; আল্লাহ্ তো আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি মুত্তাকী এবং ধৈর্যশীল, আল্লাহ্ তো সেরূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না।’
—ইউসুফ - ৯০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন