আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রোজা অবস্থায় রক্ত নেওয়া জায়েজ

প্রশ্নঃ ৫৮০২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোজা অবস্থায় রক্ত নেওয়া যাবে কিনা

২২ মার্চ, ২০২৪
Q৪CG+JG৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রোযা অবস্থায় রোগীর শরীরে রক্ত নিলে রোযা ভঙ্গ হয় না। কেননা যে প্রক্রিয়ায় শরীরে রক্ত প্রবেশ করে তা রোযা ভঙ্গের কারণসমূহের মধ্যে পড়ে না। কারণ, রক্ত সঞ্চারণ শরীরের স্বাভাবিক ছিদ্রপথ (নাক, মুখ পায়ুপথ) দিয়ে হয় না; বরং শিরার মধ্য দিয়ে হয়। আর রোযা ভঙ্গ হওয়ার জন্য শরীরের এসব স্বাভাবিক ছিদ্রপথ দিয়ে কোনো কিছু প্রবেশ করা আবশ্যক।-বাদায়েউস সানায়ে ২/৯৩; ফিকহুন নাওয়াযিল ২৩০০; জাদীদ ফিকহী মাসায়েল ১/১২২, রমজানের আধুনিক মাসায়েল

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন