প্রশ্নঃ ৫০১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটি মসজিদে ইমাম রাখা, মসজিদ নির্মান করা, মসজিদ পরিচালনা করা কাদের উপর কতটুকু দায়িত্ব?
এবং এই দায়িত্ব পালন না করলে কি হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এসব দায়িত্ব দ্বীনদার নামাযিদের কাঁধের উপর।
এই দায়িত্ব সমাজের কয়েকজন পালন করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে।
আর কেউই পালন না-করলে সকলেই ওয়াজিব তরকের গুনাহগার হবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন :
اِنَّمَا یَعۡمُرُ مَسٰجِدَ اللّٰہِ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوۃَ وَاٰتَی الزَّکٰوۃَ وَلَمۡ یَخۡشَ اِلَّا اللّٰہَ فَعَسٰۤی اُولٰٓئِکَ اَنۡ یَّکُوۡنُوۡا مِنَ الۡمُہۡتَدِیۡنَ
নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামায ও আদায় করে যাকাত; আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে।
—আত তাওবাহ্ - ১৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন