প্রশ্নঃ ৪৮৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মুহতারাম একে অন্যকে শুভ বসন্ত বা শুভ ফাল্গুন বলে শুভেচ্ছা বিনিময় কি করা যাবে।যদি না যায় তাহলে কেন করা যাবেনা একটু জানাবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
ইসলামে অভিবাদনের শব্দ আল্লাহ তা'আলার পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে।
সেটি হল :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই বাক্যের মাধ্যমেই এক মুসলমান অপর মুসলমানকে সংবর্ধনা ও স্বাগতম জানাবে। এই বাক্যের মধ্যে রয়েছে দোয়া : তোমার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।
বিপরীত কোন বাক্য বিনিময় কয়েকটি কারণে করা যাবে না।
১. ইসলামের বাক্যের চেয়ে অপসংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয়।
২. ফাগুন বিশেষ তারকা'র পাশে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে এই নামটি চয়ন করা হয়েছে। যার সাথে কল্যাণ-অকল্যাণের আক্বীদাহ জড়িত। অথচ মুসলমানের আক্বীদাহ হবে, সকল কল্যাণ-অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাআলা।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন :
وَلَا تَدۡعُ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُکَ وَلَا یَضُرُّکَ ۚ فَاِنۡ فَعَلۡتَ فَاِنَّکَ اِذًا مِّنَ الظّٰلِمِیۡنَ
আল্লাহ তাআলাকে ছেড়ে এমন । কাউকে ( অর্থাৎ মনগড়া মাবুদকে ) ডাকবে না , যা তােমার কোনও উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না । তারপরও যদি তুমি এরূপ কর ( যদিও তােমার পক্ষে তা করা অসম্ভব ) , তবে তুমি জালেমদের মধ্যে গণ্য হবে ।
—ইউনুস - ১০৬
৩. শুভ ফাল্গুন! শুভ বসন্ত! ইত্যাদি শব্দ দিয়ে অভিবাদন জানানো বিধর্মীদের রীতিনীতি। কোন মুসলমান বিধর্মীদের রীতি নীতি গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ " .
ইবনু ‘উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১
অতএব শান্তির বাক্য, দোয়ার বাণী, সালামের কালিমা বাদ দিয়ে ভিন্ন কোন শব্দ বা বাক্য দিয়ে মুসলমান অভিবাদন জানাতে পারে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন