প্রশ্নঃ ৪৭৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ
আমি একজায়গায় শুনেছি যে নিজের জন্মদিনের দিন রোজা রাখা নাকি বিদআত?? এটা নিয়ে একটু বলেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
এটাকে বিশেষ ফযিলতের মনে করে গুরুত্বের সঙ্গে রোজা রাখা বিদা'আত হতে পারে। কিন্তু আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়ের জন্য যে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈমানের দৌলত নসীব করেছেন ইত্যাদি কারনে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।
এইভাবে নিয়ত করলে এবং কোন রকমের বাড়াবাড়ি না করলে বিদআত হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছেন, সোমবারে আমি দুনিয়াতে এসেছি এবং সোমবার আমার কাছে প্রথম ওহী এসেছে। এই শুকরিয়া হিসেবে আমি সোমবারে রোজা রাখি।
বৃহস্পতিবারে সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয়। আমি চাই যে, রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ হোক। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখে।
এই হাদীসের কারণে নিজের জন্ম দিবসে রোজা রাখা বিদ'আত বলা সমীচীন হবে না।
উল্লেখ্য : বৎসরে সুনির্দিষ্ট তারিখে জন্ম তারিখ পালন করা শরীয়তের দৃষ্টিতে স্বীকৃত নয়। এর কোনো নজির কুরআন-হাদীসের কোথাও নেই।
একটি হলো জন্ম তারিখ। আরেকটি হলো জন্ম দিবস। জন্ম দিবস প্রতি সপ্তাহে এসে থাকে। আর জন্ম তারিখ বছরে এক বার আসে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন