প্রশ্নঃ ৪১৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তেজনা ব্যতীত প্রস্রাব করার সময় প্রস্রাবের আগে বীর্য নির্গত হলে কি ফরজ গোসল করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রস্রাব করার সময় প্রস্রাবের আগে বা পরে বীর্যের মত তরল পদার্থ বের হয়। ফিকহের ভাষায় এটাকে বলা হয় ودي ওদী বের হলে ওযু করতে হয়। গোসল করতে হয় না।
আপনার বর্ণনায় নির্গত পদার্থগুলোকে বীর্য বলে উল্লেখ করলেও আমাদের ধারণা, এটি বীর্য নয়। কারণ বীর্য এর বৈশিষ্ট্য হচ্ছে-
১। হলুদ রঙের পাতলা। এ বৈশিষ্ট্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে- “নিশ্চয় পুরুষের পানি ঘন সাদা। আর মহিলার পানি পাতলা ও হলুদ রঙের।”[সহহি মুসলিম (৩১১)]
২। বীর্যের গন্ধ গাছের মঞ্জরির মত। আর মঞ্জরির গন্ধ ময়দার খামিরের কাছাকাছি।
৩। সুখানুভূতির সাথে বের হওয়া এবং বের হওয়ার পর যৌন নিস্তেজতা আসা।
এ তিনটি বৈশিষ্ট্য একত্রে পাওয়া শর্ত নয়। বরং একটি পাওয়া গেলেই সে তরলকে বীর্য হিসেবে সাব্যস্ত করা হবে। ইমাম নববী তাঁর ‘আল-মাজমু’ নামক গ্রন্থে (২/১৪১) এ কথা বলেছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন