বদলী হজের ক্ষেত্রে কি হজ্জে ইফরাদ করা জরুরী?
প্রশ্নঃ ৩৩৪৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এ বছর আমার মৃত আব্বার পক্ষ থেকে বদলী হজ্জ করার নিয়ত করেছি ইনশাআল্লাহ।স্হানীয় হজ্জ এজেন্সি এবং কয়েকজন ইমাম সাহেব তামাত্ত হজ্জের কথা বলছে এবং সেভাবেই হজ্জ প্যাকেজ চুড়ান্ত হয়েছে।কিন্তু বিভিন্ন বইএ ইফরাদ হজ্জের কথা উল্লেখ আছে এবং তামাত্ত হজ্জ করলে বদলী হজ্জ হবে না।এ অবস্হায় হজ্জ করলে আমার আব্বার হজ্জ হবে কিনা এবং যদি না হয় তবে আমার নফল হজ্জের সওয়াব পাব কিনা? উল্লেক্ষ্য,আমার আব্বার হজ্জ ফরজ ছিল,তিনি কোন অসিয়ত করার সুযোগ পাননি।বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
বদলী হজের ক্ষেত্রে উত্তম হচ্ছে, হজ্জে ইফরাদ করা। আর প্রেরক অনুমতি দিলে বদলীকারীর জন্য তামাত্তু বা কিরান হজ্ব করাও জায়েয। তদ্রূপ বিশেষভাবে ইফরাদ হজ্ব করার নির্দেশ না দিলে; সে ক্ষেত্রেও কিরান ও তামাত্তু যে কোনোটি করা জায়েয। হানাফী মুতাআখখিরীন ফকীহগণের অনেকে এই সিদ্ধান্ত দিয়েছেন যে, প্রেরকের অনুমতি থাকলে বদলীকারী কিরান ও তামাত্তু যে কোনোটি করতে পারবে, ইফরাদ হজ্ব করা জরুরি নয়। যেমন-আল্লামা ফখরুদ্দীন হাসান ইবনে মানসুর আলউযজান্দী রাহ. (মৃত্যু : ৫৯২ হি.), আল্লামা রহমতুল্লাহ সিন্ধী রাহ. (মৃত্যু : ৯৯৩ হি.), আল্লামা আলাউদ্দীন হাসকাফী রাহ. (মৃত্যু : ১০৮৮ হি.), আল্লামা কাযী হুসাইন ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল গনী হানাফী রাহ. (মৃত্যু : ১৩৬৬ হি.) প্রমুখ। এছাড়া উপমহাদেশের বড় বড় অনেক মুফতী ছাহেব এই ফতোয়া দিয়েছেন। যেমন-মুফতী কেফায়েতুল্লাহ দেহলভী রাহ., মুফতী মুহাম্মাদ শফী রাহ., মুফতী যফর আহমদ উছমানী রাহ., মুফতী রশীদ আহমদ লুধিয়ানবী রাহ., শাইখুল ইসলাম মুফতী তকী উছমানী দা.বা. প্রমুখ।
এছাড়াও রিয়াদস্থ গবেষণা ও ইফতাবোর্ড এবং ভারতের ইসলামী ফিকহ একাডেমীর সিদ্ধান্তও অনুরূপ। দেখুন : ফাতাওয়া খানিয়া ১/৩০৭; লুবাবুল মানাসিক ৪৫৯; আদ্দুররুল মুখতার ২/৬১১; ইরশাদুস সারী ৬৪৭; কেফায়েতুল মুফতী ৪/৩৪৫; জাওয়াহিরুল ফিকহ ১/৫০৮; ইমদাদুল আহকাম ২/৫২৩; ফাতাওয়া উছমানী ২/২২২; ফাতাওয়াল লাজনাহ আদ্দাইমাহ ১১/৮২ (মাসিক আল কাউসার অক্টোবর-২০১১)
আর যেহেতু আপনি আপনার বাবার পক্ষ থেকে স্বেচ্ছায় বদলি হজ করছেন, তাই আপনার জন্য কিরান-তামাত্তু বা ইফরাদ যেকোনোটিই করার সুযোগ আছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন