আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ওযু অবস্থায় বাচ্চাদের মলমূত্র পরিষ্কার করা

প্রশ্নঃ ৩৩৪৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওজু করা অবস্থায় কি আমার এক বছরের বাচ্চার মল মুত্র পরিষ্কার করতে পারবো

১৫ মে, ২০২৩
Gobindapur

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওজু অবস্থায় বাচ্চার মল মূত্র পরিষ্কার করা যাবে তবে বাচ্চাদের প্রস্রাব যদি কাপড়ে লেগে যায় তাহলে কাপড় পরিবর্তন করে এবং শরীরের যে অংশে প্রস্রাব লেগেছে, সে অংশ পানি দ্বারা ধৌত করে অথবা ভিজা অঙ্গটি পবিত্র ভিজা কাপড় দ্বারা তিনবার মুছে নামায পড়তে হবে।
সূত্র
নাসবুর রায়াহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১২৮
আদ্দুরুলমুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০৯
হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৮
ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৩
ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৩
সূরা: নিসা, আয়াত: ১০৩

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন