হাদিসে বর্ণিত শব্দ পরিবর্তন করে দোয়া করা
প্রশ্নঃ ৩৩২৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রুকুতে যে একটি দোয়া মাঝে মধ্যে রাসূল পরতেন (আল্লাহুম্মা লাকা রকাআতু,ওয়া বিকা আমানতু, ওয়া লাকা আসলামতু, খশায়া লাকা বাসরী, ওয়া মুখখী, ওয়া আযমী, ওয়া আসবী) এখানে রাসূল সা তো পুরুষ হিসেবে খশায়া পাঠ করেছে, কোন মহিলা এই দোয়াটি পাঠ করলেও কি সে খশায়া পাঠ করবে? নাকি খশায়াত পাঠ করবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনার জিজ্ঞাসিত দোয়ার আরবি পাঠ হলো,
اللّهُـمَّ لَكَ رَكَـعْتُ
وَبِكَ آمَـنْت، ولَكَ أَسْلَـمْت ،
خَشَـعَ لَكَ سَمْـعي، وَبَصَـري ،
وَمُخِّـي، وَعَظْمـي، وَعَصَـبي ،
وَما استَقَـلَّ بِهِ قَدَمي
রাসূল সা. নফল নামাজের রুকুতে এই দোআটি পড়তেন। (হিসনুল মুসলিম)
আপনি শব্দ পরিবর্তনের যে বিষয়টি এখানে জানতে চেয়েছেন তা এই দোয়ায় প্রযোজ্য নয়। কেননা এখানে خشع শব্দের فاعل বা কর্তা রাসুলুল্লাহ সা নয়। বরং سمعي , بصري, ইত্যাদি। আর তা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই সমান।
তবে যে সকল হাদিসে আবেদনকারীর ভিন্নতার কারণে শব্দের ভিন্নতার সুযোগ রয়েছে ইচ্ছে করলে সেখানে হাদীসের শব্দ অক্ষুণ্ন রেখে কর্তা বা فاعل পরিবর্তন করে পড়তে পারেন। আবার পরিবর্তন নাও করতে পারেন। উভয়টির সুযোগ আছে।
الأمر واسع إن شاء الله، الأمر في هذا واسع، إذا قالت ما جاء في الحديث فلا بأس، وإن قالت: الصيغة المعروفة: اللهم إني أمتك وابنة عبدك فلا بأس كله طيب كله طيب. نعم. (بن باز)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন