আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নামাযে তিলাওয়াতে সিজদা কি রুকুর সাথে দিলে আদায় হয়ে যাবে?

প্রশ্নঃ ৩২৪২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাতের নামাযে তিলাওয়াতে সিজদা কি রুকুর সাথে দিলে আদায় হয়ে যাবে? নাকি আলাদা দিতে হবে?

৫ এপ্রিল, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সাধারণ নিয়ম হলো, সিজদার আয়াত তেলাওয়াতের পর আলাদা আলাদা সিজদা করে তা আদায় করা। তবে সিজদার আয়াত তেলাওয়াত করার পর সঙ্গে সঙ্গে রুকুতে চলে গেলে বা সর্বোচ্চ দুই আয়াত পাঠ করে রুকুতে গেলে রুকুর মাধ্যমে তেলাওয়াতে সিজদা আদায় হয়ে যাবে। তখন আলাদা সিজদা করতে হবে না। তবে এর চেয়ে বেশি হলে আলাদা সিজদার মাধ্যমেই তেলাওয়াতে সিজদা আদায় করতে হবে।
মুজাহিদ রহ. সম্পর্কে এসেছে,
أَنَّهُ كَانَ يَقْرَأُ السَّجْدَةَ فِي بَنِي إِسْرَائِيلَ وَمَا بَعْدَهَا، ثُمَّ يَرْكَعُ
তিনি নামাজে সুরা বনী ইসরাইলের (শেষের) সিজদার আয়াত ও পরবর্তী দুই আয়াত পড়ে রুকুতে চলে যেতেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৪৩৬৯)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন