রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা যাবে কি?
প্রশ্নঃ ২৭৯৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া, আলিঙ্গন করা জায়েয--এতে রোজার কোনো ক্ষতি হবে না।
আয়েশা রাযি. বলেন,
ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ ﻭَﻫُﻮَ ﺻَﺎﺋِﻢٌ ﻭَﻟﻜِﻦْ ﻛَﺎﻥَ ﺃَﻣْﻠَﻜَﻜُﻢْ ﻟِﺈِﺭْﺑِﻪِ
রাসূলুল্লাহ ﷺ রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা (আলিঙ্গন) করতেন। এবং তিনি ছিলেন তাঁর যৌনাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। (বুখারী-১৯২৭)
তবে যুবকদের যেহেতু এ আশঙ্কা থাকে তাই তাদের বেঁচে থাকা উচিত। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. বলেন, আমরা নবী ﷺ -এর নিকটে ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এল এবং প্রশ্ন করল, আল্লাহর রাসূল! আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারি? নবী ﷺ বললেন, না। এরপর এক বৃদ্ধ এল এবং একই প্রশ্ন করল। নবী ﷺ বললেন, হাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী ﷺ বললেন, আমি জানি, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোন, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। (মুসনাদে আহমদ ২/১৮০, ২৫০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন