আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মাদরাসার টাকা ব্যক্তিগত কাজে খরচ করা

প্রশ্নঃ ২৫১৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার একটা বিষয় জানার আছে, আমি একটা মাদরাসার দায়িত্বে আছি, তথা কেশিয়ার, আমি মাঝে আমার প্রয়োজনে আমি কিছু টাকা নি, আবার পরিশোধ করি দি, অনেক সময় আবার লিখে রাখি, পরিশোধ করে দিবো এ নিয়তে, এখন এটা কি ঠিক,???

২৭ নভেম্বর, ২০২২
Battali

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করি রব্বুল আলামীন আপনাকে দ্বীনের অনেক বড় একটি খেদমতের সাথে লাগিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সর্বদা শুকরিয়া আদায় করা চাই।
প্রিয় ভাই!
আপনার কাছে মাদ্রাসার যে টাকাগুলো রাখা হয়, তা আমানত হিসেবে আপনার কাছে থাকে। এই আমানতের টাকা ব্যক্তিগত কাজে খরচ করা জায়েজ নেই। যদি একান্ত কোন কাজে খরচ করতে হয়, তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি জরুরী।সুতরাং এতদিন পর্যন্ত আপনি যে ব্যক্তিগত কাজে মাদ্রাসার টাকা খরচ করেছেন, তা অতি শীঘ্রই পরিশোধ করে দেওয়া আপনার জন্য জরুরী।এবং অতীতের কাজ সমূহ থেকে আল্লাহ তায়ালার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার পাক্কা নিয়ত করতে হবে। আশা করি আল্লাহ তা'আলা মাফ করে দিবেন।

رد المحتار جزء ٦ صفحه١٨٢
ﺃﻣﺎ ﺇﺫا ﻛﺎﻥ ﻓﻲ ﻳﺪﻩ ﻭﻟﻢ ﻳﻀﻌﻪ ﻋﻨﺪ اﻟﻤﺎﻟﻚ ﻓﻘﺎﻝ ﻟﻠﻤﺎﻟﻚ: ﺃﺧﺬﻩ ﻓﻠﻢ ﻳﻘﺒﻠﻪ ﺻﺎﺭ ﺃﻣﺎﻧﺔ ﻓﻲ ﻳﺪﻩ

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
প্রসঙ্গসমূহ:

রেফারেন্স উত্তর :

মসজিদের টাকা ঋণ দেওয়া/নেওয়ার বিধান

প্রশ্নঃ ৭৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুযূর, আমি একটি মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করি। মসজিদ ফান্ডের লাখ লাখ টাকা আমার কাছে থাকে। আমিই এ টাকাগুলো মসজিদের নামেই ব্যাংকের একটি কারেন্ট একাউন্টে জমা করি এবং প্রয়োজনের সময় উত্তলোন করে খরচ করি। গত কয়েকদিন আগে আমার একটি ব্যক্তিগত কাজে লাখ দেড়েক টাকার প্রয়োজন হয়। তখন আমি শীঘ্রই ফিরিয়ে  দেওয়ার নিয়তে দেড় লাখ টাকা মসজিদের একাউন্ট থেকে উত্তোলন করে খরচ করে ফেলি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি ঠিক হয়েছে? দয়া করে জানালে উপকৃত হব।  

১২ সেপ্টেম্বর, ২০২৪

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


না, পরবর্তীতে ফেরত দিয়ে দেওয়ার ইচ্ছা থাকলেও মসজিদের টাকা নিজ প্রয়োজনে খরচ করা অন্যায় ও  খেয়ানত হয়েছে। কেননা মসজিদের টাকা আপনার নিকট আমানত। আর আমানতের টাকা থেকে নিজ প্রয়োজনে খরচ করা বা ঋণ নেওয়া জায়েয নয়।

সুতরাং এখন আপনার কর্তব্য হল, যত দ্রুত সম্ভব ঐ টাকা মসজিদ ফান্ডে ফেরত দেওয়া এবং এর জন্য আল্লাহর নিকট তাওবা-এস্তেগফার করা এবং ভবিষ্যতে এমনটি করা থেকে বিরত থাকা।


والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মাসিক আলকাউসার
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন