আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২১৩৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সিগারেট কম্পানি (টোবাকো) তে চাকরি করা কি বৈধ?

২৪ জানুয়ারী, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


গোটা দুনিয়ার সকল চিকিৎসাশাস্ত্রবিদদের ঐক্যমত হলো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান মৃত্যু ঘটায়, ক্যান্সারসহ আরও মারাত্মক দুরারোগ্য ব্যাধির জন্ম দেয়।

অতএব এই ক্ষতিকর জিনিস নিজে খাওয়া অথবা অন্য কাউকে খাওয়ানো, এর ব্যবসা করা কিংবা প্রস্তুতকরণে সহযোগিতা করা– কোনোটিই উচিত নয়।

এছাড়া ধূমপানের মাধ্যমে অর্থের অপচয় হয়। আর অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করা হারাম। হারামের সহযোগিতা করাও হারাম।

তাছাড়া আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
(আল মায়িদাহ - ২)

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ ‏"‏ ‏.‏
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না। " সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৩৪১

ফোকাহায়ে কেরামের দৃষ্টিতে ধুমপান করা মাকরুহ। তবে সরাসরি হারাম নয়। কিন্তু যদি ধুমপানের মধ্যে নেশার উদ্রেককারী কোনো কিছু থাকে তাহলে সেটা হারাম হবে। কাজেই সেখানে কাজ করা এবং তার থেকে উপার্জিত অর্থ হারাম হবে না।

আল্লাহ তায়ালাকে ভয় করে এবং মুহাব্বাত করে এমন মানুষের জন্য ধুমপান বিক্রি করা, প্রস্তুত করা, এবং সেই কোম্পানিতে চাকুরী করা উচিত নয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর