আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নেকার জীবনসঙ্গী পাওয়ার দোয়া

প্রশ্নঃ ২০২৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেককার স্ত্রী সন্তান পাওয়ার তো দোয়া আছে, তবে নেককার স্বামী পাওয়ার কোন দোয়া আছে কি?

২৭ মে, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : ‘রাব্বানা হাব্লানা মিন আযওয়াঝিনা ওয়া জুর্রিয়াতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।’

এই একই দুয়া যারা করবে আল্লাহ তায়ালা তাদের জন্য নেকার জীবনসঙ্গী, (নারীর জন্য স্বামী এবং পুরুষের স্ত্রী) এবং সুসন্তানের ব্যবস্থা করে দিবেন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন