প্রশ্নঃ ১৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তিন বোন দুই ভাই। বেশ কয়েক বছর যাবৎ আমাদের মাতা-পিতার মাঝে পারিবারিক একটি বিষয় নিয়ে ঝগড়া চলছিল। কিছুদিন আগে এই ঝগড়া আরো প্রকট আকার ধারণ করে এবং আমার পিতা আমার মাকে এক তালাকে বায়েন দিয়ে দেন। তালাকের কয়েকদিন পর আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় গাড়ি এক্সিডেন্টে আমার মা ইন্তেকাল করেন, আমরাও গুরুতর আহত হই। ইন্তেকালের সময় আমার মায়ের মালিকানাধীন বেশ কিছু জমি, কিছু নগদ অর্থ আর কিছু স্বর্ণালঙ্কার ছিল। হুযুরের কাছে জানার বিষয় হল, আমার মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে আমরা তিন বোন, দুই ভাই এবং আমাদের পিতা কে কতটুকু করে অংশ পাবে? মাসআলাটির সমাধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার পিতা আপনার মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো অংশ পাবেন না। কেননা বায়েন তালাকের দ্বারা বিবাহ ছিন্ন হয়ে যায়। তাই বায়েন তালাকের ইদ্দতের মাঝে স্ত্রী মারা গেলে স্বামী ঐ স্ত্রীর ওয়ারিশ হয় না। সুতরাং আপনার পিতা কোনো মীরাছ পাবেন না।
প্রকাশ থাকে যে, আপনার মায়ের সম্পত্তি বণ্টনের আগে তার কোনো ঋণ আছে কি না- তা দেখতে হবে। থাকলে প্রথমে তা আদায় করতে হবে। এরপর বৈধ কোনো ওছিয়ত থাকলে এক তৃতীয়াংশ সম্পদ থেকে তা পুরা করতে হবে। এরপর অবশিষ্ট স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি তার ওয়ারিশদের মাঝে নিম্নোক্ত হারে বণ্টিত হবে।
তিন মেয়ের প্রত্যেকে ১৪.২৮৭৫% করে মোট ৪২.৮৫৭১%
দুই ছেলের প্রত্যেকে ২৮.৫৭১৪% করে মোট ৫৭.১৪২৮%।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন