আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৪৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের জ্ঞান না থাকার কারণে যদি নিষ্পাপ নারীর বিরুদ্ধে অপবাদ দিয়ে ফেলি তাহলে এর কাফফারা হিসেবে আমার কি করনীয় আমি যাদেরকে কথাগুলো বলেছি তাদের কাছে যদি আমি বুঝিয়ে বলি যে আমার কথাটি ভুল হয়েছে তাহলে কি আমি দায় মুক্ত হবো নাকি অন্য কিছু করণীয় আছে। দয়া করে জানাবেন।

১৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





নিষ্পাপ নারীকে অপবাদ দেয়া ইসলামের দৃষ্টিতে মারাত্মক কবীরাহ গুনাহ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। যার জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি হলো ৮০ (আশিটি) বেত্রাঘাত করা।
এখানে যেহেতু ইসলামী শরিয়া কার্যকর নয়, আপনি যার ব্যাপারে অপবাদ দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে, যাদের কাছে বলেছেন তাদের কাছে ভুলের স্বীকারোক্তি করে সঠিক কথা পৌঁছে দিয়ে মীমাংসা করার চেষ্টা করুন। এরপর আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে তাওবাহ ইস্তিগফার করুন।

وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ ثُمَّ لَمۡ یَاۡتُوۡا بِاَرۡبَعَۃِ شُہَدَآءَ فَاجۡلِدُوۡہُمۡ ثَمٰنِیۡنَ جَلۡدَۃً وَّلَا تَقۡبَلُوۡا لَہُمۡ شَہَادَۃً اَبَدًا ۚ  وَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ۙ

যারা সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই না’ফারমান।
—আন নূর - ৪

অন্য আয়াতে এসেছে :

اِنَّ الَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ الۡغٰفِلٰتِ الۡمُؤۡمِنٰتِ لُعِنُوۡا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۪  وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ۙ

যারা সতী-সাধ্বী, নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্যে রয়েছে গুরুতর শাস্তি।
—আন নূর - ২৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন