প্রশ্নঃ ১১৩৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুসাফির অবস্থায় আমি একটি মসজিদে গিয়েছি কসর পড়ার জন্য. দেখি সেখানে জামাত হচ্চে . তাহলে একাকী হলে আমি কি মুকিমের সাথে পড়বো?
আর ওই অবস্থায় মুসাফির বেশি থাকলে তারা কি নিজেরা আলাদা জামাত করা কি ঠিক হবে নাকি ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী!
মুসাফিরের জন্য কসর করার বিধন কেবল তখনই প্রযোজ্য হবে যখন ইমাম মুসাফির হয় কিংবা মুসফির ব্যক্তি একাকী নামাজ আদায় করে। কিন্তু মুসাফির যদি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করে তাহলে ইমামের অনুসরণ করতঃ তাকেও চার রাকাত আদায় করতে হবে।
মসজিদে জামাত চলাকালে অন্য জামাত শুরু করা বৈধ নয়। চাই তারা মুসাফির হোক কিংবা মুকিম হোক। বরং তারা চলতি জামাতেই শরিক হয়ে যাবে। তাছাড়া দ্বিতীয় জামাতের ব্যাপারে ওলামায়ে কেরামের ভিন্নমত রয়েছে। তবে যদি জামাতের পর মুসাফিরগণ মসজিদে প্রবেশ করেন তাহলে একাকী নামাজ আদায়ের চেয়ে তাদের জন্য জামাতে পড়ে নেওয়াই উত্তম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন