আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাগ কমানোর জন্য এবং ধৈয্য ধরার জন্য কোন দয়া টা বেশি বেশি পরবো???

৬ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




রাগ নিয়ন্ত্রণ করার জন্য

أعوذ بالله من الشيطان الرجيم

"আঊযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম" পড়বে। দাঁড়ানো অবস্থায় আসলে দাঁড়ানো থেকে বসে যাবে। বসা অবস্থায় রাগ হলে বসা থেকে শুয়ে যাবে। এরপরও রাগ নিয়ন্ত্রণ না হলে ওযু করবে।

এছাড়া আরো পড়তে পারেন —

لاحول ولا قوّة إلا بالله العلي العظيم

"লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম"।

ধৈর্য ধারনের জন্য পড়তে পারেন

اَللّٰهُمَ اجْعَلْنِيْ صَبُوْرًا وَّ اجْعَلْنِيْ شَكُوْرًا

উচ্চারণ: আল্লাহুম্মাজ আলনী সবূর, ওয়াজ আলনী শাকূর।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মাহমুদুল হাসান
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর