সচিত্র হজ্ব

সচিত্রে জানুন হজ্বের বিস্তারিত নির্দেশনা

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ

  • পুরুষের জন্য শরীর বা শরীরের কোনো অঙ্গের আকার অনুযায়ী তৈরিকৃত বা সেলাইকৃত কাপড় পরিধান করা নিষিদ্ধ। যেমন: পাঞ্জাবি, জুব্বা, শার্ট, সেলোয়ার, প্যান্ট, গেঞ্জি, কোট, সোয়েটার, জাঙ্গিয়া ইত্যাদি।
  • পুরুষের জন্য মাথা ও মুখমন্ডল আবৃত করা নিষেধ।
  • পুরুষের জন্য পায়ের পাতার উপরের উঁচু হাড় ঢেকে যায় এমন জুতা পরিধান করা নিষেধ। তাই এমন জুতা বা স্যান্ডেল পরতে হবে যা পরলে ওই উঁচু অংশ খোলা থাকে।
  • ইহরাম করার পর আতর বা সুগন্ধি লাগানো নিষেধ।
  • নখ কাটা কিংবা শরীরের কোনো স্থানের চুল, পশম কাটা বা উপড়ানো নিষেধ।
  • ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা বা স্ত্রীর সাথে এ সংক্রান্ত কোনো কথা বা কাজ করা নিষেধ।
  • কোনো বন্য পশু শিকার করা বা শিকারীকে সহযোগিতা করা নিষিদ্ধ।
  • ঝগড়া-বিবাদ সাধারণ সময়েও নিষিদ্ধ। ইহরাম অবস্থায় তা আরো ভয়াবহ।
  • কাপড় বা শরীরের উকুন মারা নিষিদ্ধ।
হজ্জ ও উমরাহ | মুসলিম বাংলা