আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯২৬
আন্তর্জাতিক নং: ১২৬৪-২
- হজ্ব - উমরার অধ্যায়
৩৫. উমরার তাওয়াফে এবং হজ্জের প্রথম তাওয়াফে রামাল (দ্রুত পদক্ষেপে অতিক্রম) করা মুস্তাহাব
২৯২৬। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... জুয়ায়রী (রাহঃ) সূত্রে অত্র সনদে অনুরূপ বর্ণিত। তিনি বলেন, ″মক্কাবাসী হিংসুক সম্প্রদায়।″ তবে তিনি يَحْسُدُونَهُ (তারা তাঁকে হিংসা করত) বলেননি।
كتاب الحج
باب اسْتِحْبَابِ الرَّمَلِ فِي الطَّوَافِ وَالْعُمْرَةِ وَفِي الطَّوَافِ الأَوَّلِ فِي الْحَجِّ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَكَانَ أَهْلُ مَكَّةَ قَوْمَ حَسَدٍ . وَلَمْ يَقُلْ يَحْسُدُونَهُ .