আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৮৭৬
আন্তর্জাতিক নং: ১২৩৮-২
- হজ্ব - উমরার অধ্যায়
২৫. উমরার উদ্দেশ্যে ইহরামকারীর জন্য তাওয়াফের পরে সাঈর পূর্বে ইহরাম খোলা জায়েয নয়। হজ্জের উদ্দেশ্যে ইহরামকারীও তাওয়াফে কুদুমের পর ইহরাম খুলতে পারবে না। কিরান হজ্জকারীর হুকুমও অনুরূপ
২৮৭৬। ইবনে মুসান্না আব্দুর রহমান থেকে এবং ইবনে বাশশার (রাহঃ) মুহাম্মাদ ইবনে জা’ফার থেকে আর তারা উভয়ে ......... শু’বা (রাহঃ) থেকে এই সূত্রে বর্ণনা করেছেন। আব্দুর রহমানের বর্ণনায় ’আল-মুত’আ’ উল্লেখ আছে ’মুত-আতুল-হজ্জ’ নয় এবং ইবনে জাফর (রাহঃ) এর বর্ণনায় শুবা (রাহঃ) বলেন, মুসলিম কুররী (রাহঃ) বলেছেন, তামাত্তু হজ্জ না মুত’আ বিবাহ সম্পর্কে বলা হয়েছে, তা আমি জানি না।
كتاب الحج
وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، ح وَحَدَّثَنَاهُ ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - جَمِيعًا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ فَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ فَفِي حَدِيثِهِ الْمُتْعَةُ وَلَمْ يَقُلْ مُتْعَةُ الْحَجِّ . وَأَمَّا ابْنُ جَعْفَرٍ فَقَالَ قَالَ شُعْبَةُ قَالَ مُسْلِمٌ لاَ أَدْرِي مُتْعَةُ الْحَجِّ أَوْ مُتْعَةُ النِّسَاءِ .