আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৮৬৪
আন্তর্জাতিক নং: ১২৩১
- হজ্ব - উমরার অধ্যায়
২৩. ইফরাদ ও কিরান হজ্জ
২৮৬৪। ইয়াহয়া ইবনে আইয়্যুব ও আব্দুল্লাহ ইবনে আওন হিলালী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। ইয়াহয়ার রিওয়ায়াতে আছে যে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ইফরাদ হজ্জের ইহরাম বাঁধলাম। ইবনে আওন এর রিওয়ায়াতে আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইফরাদ হজ্জের ইহরাম বাঁধলেন।
كتاب الحج
باب فِي الإِفْرَادِ وَالْقِرَانِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، الْمُهَلَّبِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - فِي رِوَايَةِ يَحْيَى - قَالَ أَهْلَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ مُفْرَدًا وَفِي رِوَايَةِ ابْنِ عَوْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَهَلَّ بِالْحَجِّ مُفْرَدًا .