আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৩৯
৬৬৩. কখন বৃষ্টি হবে তা মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না।
আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন, পাঁচটি এমন বিষয় রয়েছে, যে সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ জানে না।
৯৮২। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ গায়বের চাবি হল পাঁচটি, যা আল্লাহ ব্যতীত কেউ জানে না।
১. কেউ জানে না যে, আগামীকাল কি ঘটবে।
২. কেউ জানে না যে, মায়ের গর্ভে কী আছে।
৩. কেউ জানে না যে, আগামীকাল সে কী অর্জন করবে।
৪. কেউ জানে না যে, সে কোথায় মারা যাবে।
৫. কেউ জানে না যে, কখন বৃষ্টি হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন