আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৭৫৯
আন্তর্জাতিক নং: ১২০৪-২
- হজ্ব - উমরার অধ্যায়
১১. ইহরাম অবস্থায় চোখের চিকিৎসা করান জায়েয
২৭৫৯। ইসহাক ইবনে ইবরাহীম হানযালী (রাহঃ) ......... নুবাইহ ইবনে ওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত। উবাইদুল্লাহ ইবনে মা’মার এর পূত্র উমরের চোখ ফুলে উঠলে তিনি সুরমা লাগানোর ইচ্ছা করলেন। কিন্তু আবান ইবনে উসমান (রাহঃ) তাকে চোখে সূরমা লাগাতে নিষেধ করলেন এবং মুসব্বরের প্রলেপ দেওয়ার নির্দেশ দিলেন। তিনি উসমান ইবনে আফফান (রাযিঃ) এর সূত্রে নবী (ﷺ) থেকে এও বর্ণনা করেন যে, নবী (ﷺ) এরূপ করেছেন।
كتاب الحج
باب جَوَازِ مُدَاوَاةِ الْمُحْرِمِ عَيْنَيْهِ
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، حَدَّثَنِي نُبَيْهُ بْنُ وَهْبٍ، أَنَّ عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ، رَمِدَتْ عَيْنُهُ فَأَرَادَ أَنْ يَكْحُلَهَا، فَنَهَاهُ أَبَانُ بْنُ عُثْمَانَ وَأَمَرَهُ أَنْ يُضَمِّدَهَا بِالصَّبِرِ وَحَدَّثَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فَعَلَ ذَلِكَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)