আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৩৭
৬৬১. ভূমিকম্প ও কিয়ামতের আলামত সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
৯৮০। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেন, হে আল্লাহ! আমাদের শামে (সিরিয়া) ও ইয়ামানে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদেও। নবী (ﷺ) বললেনঃ হে আল্লাহ! আমাদের শামদেশে ও ইয়ামানে বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নজদেও। রাবী বলেন, নবী (ﷺ) তখন বললেনঃ সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ আর শয়তানের শিং* সেখান থেকেই বের হবে।
*তার দল বা অনুসারী।
*তার দল বা অনুসারী।
