আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২- ইলমের অধ্যায়
হাদীস নং: ৯৮
আন্তর্জতিক নং: ৯৮
পরিচ্ছেদঃ ৭৪। আলিম কর্তৃক মহিলাদের নসীহত করা ও দ্বীনি ইলম শিক্ষা দেওয়া
৯৮। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে সাক্ষ্য রেখে বলছি যে, অথবা পরবর্তী বর্ণনাকারী আতা (রাহঃ) বলেন, আমি ইবনে আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে, নবী করীম (ﷺ) (ঈদের দিন পুরুষের কাতার থেকে) বের হলেন আর তাঁর সঙ্গে ছিলেন বিলাল (রাযিঃ)। রাসূলুল্লাহ (ﷺ) মনে করলেন যে, দূরে থাকার কারণে তাঁর ওয়ায মহিলাদের কাছে পৌঁছেনি। তাই তিনি (পুনরায়) তাঁদের নসীহত করলেন এবং দান-খয়রাত করার উপদেশ দিলেন। তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন। আর বিলাল (রাযিঃ) সেগুলি তাঁর কাপড়ের আচঁলে নিতে লাগলেন।
ইসমাঈল (রাহঃ) ......... আতা (রাহঃ) সূত্রে বলেন যে, ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ আমি নবী (ﷺ) -কে সাক্ষী রেখে বলছি।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন