আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০২৮
৬৫৪. বৃষ্টির জন্য দুআর সময় কিবলামুখী হওয়া।
৯৭২। মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে যায়দ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) নামাযের জন্য ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। তিনি যখন দুআ করলেন অথবা দুআ করার ইচ্ছা করলেন তখন কিবলামুখী হলেন এবং তাঁর চাদর উল্টিয়ে নিলেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেন, এ (হাদীসের বর্ণনাকারী) আব্দুল্লাহ ইবনে যায়দ তিনি মাযিন গোত্রীয়। আগের হাদীসের বর্ণনাকারী হলেন কুফী এবং তিনি ইবনে ইয়াযীদ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন