আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০২৬
৬৫২. ইসতিসকার নামায দু’রাক'আত।
৯৭০। কুতাইবা ইবনে সাইদ (রাহঃ) ......... আব্বাদ ইবনে তামীম (রাহঃ) তাঁর চাচা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বৃষ্টির জন্য দুআ করলেন। এরপর তিনি দু’রাক'আত নামায আদায় করলেন এবং চাদর উল্টিয়ে নিলেন।


বর্ণনাকারী: