আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়
হাদীস নং: ৯৬৭
আন্তর্জাতিক নং: ১০২২ - ১০২৩
৬৪৯. দাঁড়িয়ে ইসতিসকার দুআ করা।
আবু নুআইম (রাহঃ) যুহাইর (রাহঃ) এর মাধ্যমে আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারী (রাযিঃ) বের হলেন এবং বারাআ ইবনে আযিব ও যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-ও তাঁর সঙ্গে বের হলেন। তিনি মিম্বর ছাড়াই পায়ের উপরে দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দুআ করলেন। তারপর ইস্তিগফার করে আযান ও ইকামত ব্যতীত সশব্দে কিরাআত পড়ে দু’ রাক'আত নামায আদায় করেন। (রাবী) আবু ইসহাক (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ (আনসারী) (রাযিঃ) নবী (ﷺ) কে দেখেছেন। (কাজেই তিনিও একজন সাহাবী)।
আবু নুআইম (রাহঃ) যুহাইর (রাহঃ) এর মাধ্যমে আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারী (রাযিঃ) বের হলেন এবং বারাআ ইবনে আযিব ও যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-ও তাঁর সঙ্গে বের হলেন। তিনি মিম্বর ছাড়াই পায়ের উপরে দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দুআ করলেন। তারপর ইস্তিগফার করে আযান ও ইকামত ব্যতীত সশব্দে কিরাআত পড়ে দু’ রাক'আত নামায আদায় করেন। (রাবী) আবু ইসহাক (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ (আনসারী) (রাযিঃ) নবী (ﷺ) কে দেখেছেন। (কাজেই তিনিও একজন সাহাবী)।
৯৬৭। আবুল ইয়ামান (রাহঃ) ......... আব্বাদ ইবনে তামীম (রাহঃ) থেকে বর্ণিত, তাঁর চাচা —যিনি নবী (ﷺ) এর একজন সাহাবী ছিলেন— তাঁর কাছে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) সাহাবীগণকে নিয়ে তাঁদের জন্য বৃষ্টির দুআর উদ্দেশ্যে বের হলেন। তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়েই আল্লাহর দরবারে দুআ করলেন। তারপর কিবলামুখী হয়ে নিজ চাদর উল্টিয়ে দিলেন। এরপর তাঁদের উপর বৃষ্টি বর্ষিত হল।
بَاب الدُّعَاءِ فِي الِاسْتِسْقَاءِ قَائِمًا
1022 - وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ: عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ وَخَرَجَ مَعَهُ البَرَاءُ بْنُ عَازِبٍ، وَزَيْدُ بْنُ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ «فَاسْتَسْقَى، فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ، فَاسْتَغْفَرَ [ص:31]، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يَجْهَرُ بِالقِرَاءَةِ، وَلَمْ يُؤَذِّنْ وَلَمْ يُقِمْ» قَالَ أَبُو إِسْحَاقَ: وَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
1022 - وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ: عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ وَخَرَجَ مَعَهُ البَرَاءُ بْنُ عَازِبٍ، وَزَيْدُ بْنُ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ «فَاسْتَسْقَى، فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ، فَاسْتَغْفَرَ [ص:31]، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يَجْهَرُ بِالقِرَاءَةِ، وَلَمْ يُؤَذِّنْ وَلَمْ يُقِمْ» قَالَ أَبُو إِسْحَاقَ: وَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
1023 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ - وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخْبَرَهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ بِالنَّاسِ يَسْتَسْقِي لَهُمْ، فَقَامَ فَدَعَا اللَّهَ قَائِمًا، ثُمَّ تَوَجَّهَ قِبَلَ القِبْلَةِ وَحَوَّلَ رِدَاءَهُ فَأُسْقُوا»


বর্ণনাকারী: